Saturday, February 25, 2017


বক্সায় বসন্ত 


বসন্তের প্রকৃতির বন্ধু
সময় এখন বসন্তের আগমনের। প্রকৃতির স্পর্শে শিমূল, পলাশের রঙে চারিদিক রঙিন। প্রকৃতির অনন্য রঙের মেলায় ডানা মেলে রঙ ছড়িয়ে উড়ে বেড়ায় প্রজাপতি। প্রজাপতি, যার রঙে প্রকৃতি রঙিন আর তা খুব কাছে থেকে অনুভব করেছি আমাদের বক্সা টাইগার রিসার্ভের জঙ্গলে যা আমার দেখা এখনও পর্যন্ত সেরা মুহূর্তের একমাত্র। একদিকে সুন্দর সুন্দর পাখিরা ছুটেছে আর তাদের সাথে তাল মিলিয়ে বক্সার জঙ্গলে উড়ে বেড়াচ্ছে একগুচ্ছ রঙিন প্রজাপতির দল। প্রকৃতির প্রতি আমার আগ্রহ আর উতসাহ চূড়ান্ত সীমায়। নানা রঙের খেলায় নিজেকে সামিল করতে মাঝে মাঝেই ছুটে যাই জঙ্গলের পথে । ছবি তুলতে বেরিয়ে আমার ঝুলিতে পাখির সংখ্যা শতাধিক এর বেশি। সাথে সাথে প্রজাপতির সংখ্যাও ঝুলিতে বাড়িয়েই চলেছি। সব মিলিয়ে রীতি মতো এখন বক্সার জঙ্গলে চলছে বসন্তের আগমনের প্রস্তুতি। 

No comments:

Post a Comment