Sunday, February 19, 2017

শিল্প আর আমি


শুরু করেছি বেশ কিছুদিন, শেষ হবে জানিনা। পড়া আর পড়া-সবেতেই দরকার বিদ্যার। উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ, চাকরি সবেতেই। পাশাপাশি তো আছেই আঁকা (চিত্র অঙ্কন), ছবি তোলা (ফটোগ্রাফি), লেখা-লেখি, গল্প-আডডা আরও অনেকই। ছবি আঁকি এখনও, তবে বর্তমানে তা সখে আর ছবি তোলাটাও। একদিকে পেনসিল আর অন্যদিকে ক্যামেরা এখন অবসর সময় কাটানোর এটাই আমার সঙ্গী। তা মন্দ কি, রথ দেখা আর কলা বেচা দুই-ই হয় মানে একটা ছবিও হয় আবার চর্চাও। ছবি আঁকার সখটা অনেকদিনের, তাই একটা করে রং আর পেনসিল কিনতে কিনতে আজ পেনসিলের সংখ্যা যেন শতাধিক এরও বেশি তেমনই সেই সখও অলিখিত। ঠিক সেরকমই একদিন জেদ করে কিনে ফেললাম একটা ক্যামেরাও তাও আবার নিজের উপার্জনের। আর একটা সখ আছে যেটারও অসমাপ্তির দিন অজানা আর সেটা হল দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, ছবি সংগ্রহ, আর তা নিয়েই অবসর সময়টা কাটানো। এই ছবি আঁকা, তোলা, সকলকে দেখিয়ে খুশি করা এই আমার আনন্দ।   

No comments:

Post a Comment