Monday, March 13, 2017

                                                    “ এক টুকরো বসন্ত ”


“বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা......বসন্ত এসে গেছে ”। শান্তিনিকেতনের বসন্তে যেন প্রকৃতির ছোঁয়া। এখাঙ্কার নিয়ম প্রাকৃতিক রঙের ব্যবহারে দোল উৎযাপন। আর মনে পরে কবিগুরুর রেখে যাওয়া এইসব উপহার যা আমাদের জন্য এক অমূল্য পাওনা। চারিদিক যেন লকে লোকারন্ন। আকাশটা যেন লাল- নিল-হলুদ রঙে কেউ রাঙিয়ে দিয়েছে। এই আনন্দ সবাই যেন ভাগ করে নিতে সমস্ত বাঁধা ছেড়ে এসেছে এই লাল মাটির দেশে আর সবাই যেন মেতেছে রঙের খেলায়। সেখানে ছিল না কোন জাতি-ধর্মের ভেদ, ছিলনা কোন ভিন্ন দেশের মানুষের মধ্যে হিংসা, চারিদিকে যেন বেজে উথছে-“ ওরে গৃহবাসী, খোল দ্বার খোল...” দিয়ে প্রভাত ফেরীর যাত্রা। সারাদিনের মনমুগ্ধ করা বিভিন্ন অনুষ্ঠান আর চারিদিকে রঙের খেলা-সব মিলিয়ে এক অদ্ভুত আশ্চর্য চিত্র যা কোনোদিন না ভোলার মতো। ২০১৭-র এই বসন্ত আমার এখানকার ছাত্র জীবনের আমার শেষ বসন্ত। তাই কোন মুহূর্ত বাদ না দিয়ে সারাদিনটা কাটালাম সব বন্ধুদের সাথে। মজা- হুল্লোড়-আবির খেলা নাচ-গান সবই মনে পরবে বছর ঘুরতেই, সকালের অসমাপ্ত ঘুম ছেড়ে সেই বৈতালিক আর তারপর সারাদিনের খুশির আমেজ এই সমস্ত ব্যাপারটাকে পাবোনা কাছে। তবে যা পেয়েছি, যা নিয়ে যাব তার পুরোটাই যেন অমূল্য সম্পদ আর যাকে কাজে লাগিয়ে খুলবে ভবিষ্যতের দ্বার। সবসময়ই যেন একটা খুশি মনের মধ্যে দোলা দেবে আমিও কোনদিন এর আনন্দ উপভোগ করেছিলাম  আর তার সাক্ষী ছিলাম এইসব উজ্জল মুহূর্তের।


  

No comments:

Post a Comment