Saturday, January 28, 2017

                      "প্রাকৃতিক বসন্ত"


শান্তিনিকেতন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান যেখানে আছে তার সাধের বাসভবন আর আছে আমাদেরকে উপহার দেওয়া বিশ্বভারতী। বিভিন্ন বিষয় এর উপর শিক্ষা দানের পাশাপাশি নিয়ম মেনে এখনও পরানো হয় খোলা আকাশের নিচে। এর পেছনে কবিগুরুর উদ্দেশ্য ছিল প্রকৃতির সাথে মেলবন্ধন। বর্তমানেও শান্তিনিকেতনে সমস্ত নিয়ম মেনে পালিত হয় সমস্ত উৎসব যেমন- পৌষ উৎসব, বসন্ত উৎসব, বৃক্ষরোপণ, হলকর্ষণ ইত্যাদি আর সাথে বৈতালিক। বারো মাসে তেরো পার্বণের মতো শান্তিনিকেতনও যেন হয়ে উঠেছে একগুচ্ছ আনন্দের ও মেল্বন্ধনের উৎসব। আর কিছুদিনের পরই বসন্তের ডাকে সাড়া দিয়ে সবাই মেতে উঠবে আনদের রঙে-প্রকৃতির রঙে। সকলের দোল মানেই শান্তিনিকেতনের বসন্ত উৎসব। দেশে বিদেশের বহু লোকজন ছুটে আসে এই রঙের টানে। বৈতালিক দিয়ে শুরু করে শান্তিনিকেতনে সে কটা দিন যেন চাঁদের হাট। সকলে এখানকার রীতি মেনে ঐতিহ্যবাহী বস্ত্র, লাল পলাশের প্রাকৃতিক রঙের ব্যবহারে সকলের মিলে মিশে যেন এক পরিবার। কবিগুরুর উদ্দেশ্য সকলকে এক বন্ধনে আবদ্ধ করা আর এই ছবি দেখতে পাওয়া যায় এই সব দিনগুলিতে। শান্তিনিকেতনে প্রাকৃতিক লাল পলাশের তৈরি রঙের ব্যবহার বোঝাতে এই সাংকেতিক ছবির ব্যবহার।